ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টেস্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবনতি

করোনা প্রকোপের কারণে গত দেড় মাস ধরে বন্ধ আছে সকল আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। তবুও বছরের প্রথম ৪ মাস শেষে দলীয় র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। নতুন প্রকাশিত এই র‍্যাংঙ্কিংয়ে টেস্ট ফরমেটে আফগানিস্তানের নিচে নেমে গেছে বাংলাদেশ।

নিজেদের টেস্ট ইতিহাসের শুরু থেকেই এই ফরম্যাটে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। এখন পর্যন্ত টেস্ট র‍্যাঙ্কিংয়ে সুবিধাজনক অবস্থানে যেতে পারেনি টাইগাররা। এবার রেটিংয়ে ৩ পয়েন্ট এগিয়ে থাকায় আফগানিস্তান এগিয়ে গেছে বাংলাদেশের চেয়ে।

এখন পর্যন্ত আফগানিস্তান মাত্র ৪টি টেস্ট ম্যাচ খেলেছে। এর মধ্যে দুটিতেই জয় পেয়েছে তারা। একটি আবার বাংলাদেশের বিপক্ষেই। এ দুই জয়ের কল্যাণেই ৫৭ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তান উঠে এসেছে নবম স্থানে। অন্যদিকে প্রায় ২০ বছর ধরে টেস্ট খেলা বাংলাদেশ ৫৫ রেটিং নিয়ে নেমে গেছে দশম স্থানে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস 

সংবাদটি শেয়ার করুন