ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও তৈরি হলো শঙ্কা

টেস্ট ক্রিকেটের জৌলুস ফিরিয়ে আনতে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পাশাপাশি দুই বছর মেয়াদী ওয়ানডে লিগ চালু করার সিদ্ধান্তও নেয়া হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতির কারণে এই দুই টুর্নামেন্ট বাতিল করার দাবি জানালো ক্রিকেটের তিন মোড়ল খ্যাত ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড।

করোনা পরিস্থিতির কারণে ইতোমধ্যে পূর্ব নির্ধারিত বেশ কয়েকটি সিরিজ করা হয়েছে বাতিল। যার মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন একাধিক ম্যাচও অন্তর্ভুক্ত ছিলো। এমতাবস্থায় সবদিক চিন্তা করে টুর্নামেন্ট বাতিলের পক্ষে ভোট দিলো তিন মোড়ল দেশ। দুই সপ্তাহ আগে টেলিকনফারেন্সের সাহায্যে আইসিসির একটি সভায় বসে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের প্রতিনিধিরা। সেখানে টুর্নামেন্ট দুটি বাতিল করার প্রস্তাব দেয় এই তিন দেশ।

তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত জানায়নি আইসিসি। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এ নিয়ে এখনো আলোচনা চলছে। আইসিসির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো দিক নির্দেশনা পাওয়া যায়নি।

এদিকে আগামী মে মাস থেকে শুরু হওয়ার কথা রয়েছে ওয়ানডে লিগ। সূচি অনুযায়ী যা শেষ হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগ দিয়ে। কিন্তু তিন ক্ষমতাধর ক্রিকেট বোর্ডের দাবির মুখে এই টুর্নামেন্ট নিয়েও দোটানায় পড়েছে আইসিসি।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন