সারা বিশ্বজুড়ে এখন চলছে লকডাউন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, ঘরে থাকলেই করোনার দ্রুত সংক্রমণ ঠেকানো যাবে। তাই এই দুর্যোগময় মুহূর্তে মানুষকে ঘরে থাকতে উৎসাহিত করার জন্য প্রিমিয়াম ক্যাটাগরির গেম ফ্রিতে খেলার সুযোগ দিচ্ছে সনি।
সনি কর্তৃপক্ষ জানিয়েছে, যাদের ঘরে পিএসিপি৪ সংস্করণ আছে তারা ঘরে বসে এই গেমিং সার্ভিস উপভোগ করতে পারবে।
ঘরে বসে খেলার বিষয়টিকে প্রাধান্য দিয়েই সনি কর্তৃপক্ষ এই ধরণের কর্মসূচি গ্রহণ করেছে।
সনির দেয়া গেম দুটি হলো জার্নি ও আনচার্টেড ও দ্য নাথান ড্রেক কালেকশন (প্রথম ৩ পার্ট)। এছাড়া প্লেস্টেশন প্লাসে সাবস্ক্রাইব না করেও গেইমগুলো খেলা যাবে।
তবে এই গেম সার্ভিসটি চলতি বছরের এপ্রিলের ১৫ তারিখ থেকে মে মাসের আট তারিখ পর্যন্ত কার্যত থাকবে।
উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনার প্রকোপে যেসব স্বাধীন গেম ডেভেলপাররা কঠিন সময় পার করছেন তাদের জন্য ১০ মিলিয়ন ডলারের একটি ক্রিয়েটিভ ফান্ড তৈরি করা হয়েছে।
আনন্দবাজার/শাহী