করোনাভাইরাস আতঙ্কের কারণে শেষ পর্যন্ত এক বছরের জন্য পিছিয়ে দেয়া হল টোকিও অলিম্পিককে। শুরুতে এ ব্যাপারে গুরুত্ব না দিলেও পরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে আবেদন করেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
জাপানের প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আইওসি জানিয়েছে, ২০২১ সালে টোকিওতে অনুষ্ঠিত হবে অলিম্পিক গেমস।
এই প্রথমবারের মতো অলিম্পিক গেমস নির্ধারিত সূচি অনুযায়ী না হয়ে পেছাচ্ছে। আর এতে বিপুল আর্থিক ক্ষতির সন্মুখীন হতে হবে জাপানকে।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, অলিম্পিক ১ বছর পিছিয়ে দেওয়ার আবেদন করেন জাপানের প্রধানমন্ত্রী। ইউএসএ টুডেকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য ডিক পাউন্ড বলেছেন, টোকিও ২০২০ অলিম্পিক গেমস স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে।
বিশ্বজুড়ে সমালোচনা শুরু হলেও জাপান সরকার, জাপানের অলিম্পিক কমিটি এবং আইওসি বারবারই বলে আসছিল, গেমস যথাসময়ে ২৪ জুলাই শুরু হবে। সেটা যদি দর্শকশূন্য গ্যালারিতেও আয়োজন করতে হয়, তাই করা হবে! কারণ এরই মধ্যে দেশটির সরকার গেমস আয়োজনের পেছনে ১ হাজার ২০০ কোটি ডলার খরচ করে ফেলেছে। কানাডা ও অস্ট্রেলিয়া এবারের অলিম্পিকে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়ার পর টনক নড়ে জাপান সরকারের। এরপরই আসে অলিম্পিক পেছানোর ঘোষণা।
আনন্দবাজার/ডব্লিউ এস