শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কানাডা অংশ নেবে না টোকিও অলিম্পিকে

টোকিও অলিম্পিক গেমস-২০২০ থেকে নিজেদের প্রত্যাহার করল কানাডা। করোনাভাইরাস মহামারির কারণে তাদের অ্যাথলেটদের এবারের অলিম্পিকে পাঠাবে না বলে সোমবার জানিয়েছে দেশটি।

করোনার প্রকোপের কারণে টোকিও অলিম্পিক গেমস স্থগিত করা অনিবার্য হয়ে উঠতে পারে বলে সোমবার জাপানের পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে মন্তব্য করেছেন। এই মন্তব্যের পরই এল কানাডার নিজেদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা।

অন্যতম বড় অংশগ্রহণকারী দেশ কানাডা নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় এবারের টোকিও অলিম্পিক গেমস-২০২০ আয়োজন নিয়েই তৈরি হল শঙ্কা। এদিকে অস্ট্রেলিয়াও বলছে এবারের অলিম্পিক স্থগিত করে ২০২১ সালে আয়োজন করা উচিত।

আনন্দবাজার/ডব্লিউ এস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ফের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার মেসি

সংবাদটি শেয়ার করুন