শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

অনির্দিষ্টকালের জন্য সকল পর্যায়ের ক্রিকেট বন্ধ

করোনাভাইরাসের কারণে দেশের সকল পর্যায়ের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বীকৃত কোনো টুর্নামেন্ট বা খেলা মাঠে গড়াবে না।

তিনি আরও বলেন, এ মাসে তো নয়ই এপ্রিলের ১৫ তারিখের আগে ঘরোয়া ক্রিকেট লিগ মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা নেই। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ক্রিকেটের সকল খেলা আপাতত স্থগিত। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত।

প্রিমিয়ার লিগ নিয়ে বিসিবি সভাপতি বলেন, বিশেষ করে প্রিমিয়ার লিগ প্রথম রাউন্ডের পরই আমরা বন্ধ করে দিয়েছিলাম। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে দুইটা দিন অপেক্ষা করি অবস্থা-পরিস্থিতিটা পর্যবেক্ষণ করে তারপর সিদ্ধান্ত নেই। এখন আমরা সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছি।

পরিস্থিতি উন্নতির আগে আমরা কিছু বলতে পারছি না। পরিস্থিতি বদলালে খেলা শুরুর নতুন সূচি ঘোষণা করে হবে বলেও জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আনন্দবাজার/ডব্লিউ এস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  তিনমাসের বিরতি শেষে মাঠে ফিরছে লা লিগা

সংবাদটি শেয়ার করুন