বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী করোনাভাইরাস হানা দিয়েছে ইউরোপেও। আর সেই প্রভাব পড়েছে স্পেনিশ ফুটবল লিগ লা লিগায়। করোনার প্রকোপ থেকে রক্ষা পেতে সাময়িকভাবে স্পেনিশ লা লিগা স্থগিত করা হয়েছে। কোয়ারেন্টাইনে রাখা হয়েছে রিয়াল মাদ্রিদের সকল খেলোয়াড়কে।
বৃহস্পতিবার রয়েল স্পেনিশ ফুটবল ফেডারেশন, লা লিগা কর্তৃপক্ষ ও স্পেনের খেলোয়াড়দের সংগঠন এএফএ এর দুই দফা সভার পর এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে দুই সপ্তাহের জন্য লা লিগা স্থগিত এবং রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের কোয়ারেনটাইনে রাখার এই সিদ্ধান্ত জানানো হয়।
রিয়াল মাদ্রিদ সিএফ জানান, স্পেনিশ বাস্কেট বল টিমের এক খেলোয়াড়ের দেহে করোনা ভাইরাস শনাক্ত করার পর মূল এই সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি এ খেলোয়াড় রিয়াল মাদ্রিদ ফুটবল দলের সঙ্গে ট্রেনিং করেছিলেন।
এএফএ এর পক্ষ থেকে বলা হয়, এখন থেকে আমাদের খেলোয়াড়দের দুই সপ্তাহের জন্য কোয়ারেনটাইনে রাখা হবে। এর মধ্যে দলের যারা ফেসিলেটর রয়েছেন তাদেরও নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে।
আনন্দবাজার/ডব্লিউ এস