শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় বাতিল হতে পারে অলিম্পিক

করোনার প্রভাবে বাতিল হয়ে যেতে পারে টোকিও অলিম্পিক। জাপানে করোনায় আক্রান্ত বাড়তে থাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় এই ইভেন্ট নিয়ে। আগামী ২৪ জুলাই টোকিওতে অলিম্পিকের উদ্বোধন হওয়ার কথা।

কিন্তু দেশটিতে করোনা ভাইরাসএর প্রকোপ বাড়ায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) এক কর্মকর্তা জানান, অলিম্পিক গেমসের এবারের আসর স্থগিত অথবা স্থান পরিবর্তন নয়, বরং একেবারেই বাতিলই হয়ে যেতে পারে।

তবে কয়েক মাসের মধ্যেই অলিম্পিক গেমসের ভাগ্যে কি আছে সেটা নির্ধারণ হয়ে যাবে। মে মাসের শেষ নাগাদ এই ব্যাপারে আসতে পারে সিদ্ধান্ত।

আরও পড়ুন : শেয়ারবাজারে সূচকের বড় পতন

কানাডার সাবেক চ্যাম্পিয়ন সাঁতারু ডিক পন্ড আইওসিতে যুক্ত আছেন ১৯৭৮ সাল থেকে। এই ব্যাপারে জানান, এই সময়ের মধ্যে স্থানীয় আয়োজকদের কাছে জানতে চাওয়া হবে, করোনা পর্যাপ্ত নিয়ন্ত্রণে আছে কিনা যাতে আমরা টোকিওতে যেতে পারি।

আনন্দবাজার/ এইচ এস কে

 

আরও পড়ুনঃ  করোনা পরবর্তী সময়ে, বলে থুতু লাগালে '৫ রান' জরিমানা

সংবাদটি শেয়ার করুন