ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স কাপ নামে দুটি টুর্নামেন্ট আয়োজন করবে আইসিসি

দুটি বড় টুর্নামেন্ট আয়োজনের চিন্তা-ভাবনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যা অনেকটাই বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টের মতো হবে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি এবার টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপ এবং ওয়ানডে চ্যাম্পিয়ন্স কাপ নামের দুটি টুর্নামেন্ট আয়োজন করতে চাচ্ছে।

ক্রিকেট খেলুড়ে সেরা ৬টি দলের অংশগ্রহণের মধ্যদিয়ে ওয়ানডে চ্যাম্পিয়ন্সকাপ অনুষ্ঠিত হবে, যেখানে ১৬টি ম্যাচ হবে। এছাড়াও সেরা ১০টি দলের অংশগ্রহণের মধ্যদিয়ে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হবে, সেখানে ৪৮টি ম্যাচ হবে।

আইসিসি আগামী ২০২৩-২০৩১ সালের ক্রিকেট ক্যালেন্ডারে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপ এবং ওয়ানডে চ্যাম্পিয়ন্স কাপ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। গেল বছর অক্টোবরে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটির বোর্ড মিটিংয়ে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপ এবং ওয়ানডে চ্যাম্পিয়ন্স কাপ নিয়ে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে।

যদি নতুন দুটি টুর্নামেন্ট অন্তর্ভুক্ত হয় তাহলে ২০২৩-২০৩১ মৌসুমের ক্যালেন্ডারে যা থাকবে-

  • টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপ: ২০২৪, ২০২৮
  • ওডিআই চ্যাম্পিয়ন্স কাপ: ২০২৫, ২০২৯
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ : ২০২৬, ২০৩০
  • ওডিআই বিশ্বকাপ: ২০২৭, ২০৩১

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন