ক্রিকেটের মাঠে বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বিরাট কোহলির। নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করলেও ওয়ানডে সিরিজে তাদের কাছে হয়েছেন ধবলধোলাই। দুই সিরিজের একটিতেও তেমন কোন পারফর্ম করতে পারেননি তিনি।
এই অবস্থায় আগামী ২১ ফেব্রুয়ারী থেকে নিউজিল্যান্ডের বিপক্ষেই টেস্ট খেলতে নামবেন তিনি। টেস্ট সিরিজে কেমন খেলবেন তিনি তা দেখা যাবে নির্দিষ্ট সময়েই। তবে তার আগে এক অন্য রেকর্ড গড়লেন তিনি। সম্প্রতি তার ইনস্টাগ্রামে প্রথম ভারতীয় হিসেবে ৫০ মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। এখন পর্যন্ত তিনি পোস্ট শেয়ার করেছেন ৯৩০টি এবং ফলো করছেন ৪৮০ জনকে ।
আরও পড়ুন : সরকারি ধান সংগ্রহে ভাগ্য খুলছেনা চাষীদের
বর্তমানে প্রচারের জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন সংস্থা তাদের পণ্য প্রচারের জন্য বড় বড় তারকাদের অ্যাকাউন্টগুলো ব্যবহার করে।এবং তারকারাও নিজেদের ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে পণ্যের ছবি পোস্ট করেন ও পাশাপাশি নিজেদের মতামত প্রকাশ করেন। এতে দ্রুত পণ্য সম্পর্কে জেনে যায় অসংখ্য মানুষ।
এর বিনিময়ে সংস্থাগুলো তাদেরকে চুক্তি অনুযায়ী অর্থ প্রদান করে। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টের তথ্য থেকে জানা যায়, ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্ট থেকে বিপুল অঙ্কের টাকা আয় করেন বিরাট কোহলি। তিনি প্রতিটি পোস্ট থেকে আয় করেন ৩.২ কোটি টাকা।
আনন্দবাজার / এইচ এস কে