ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অপরাজিত দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ যুব ক্রিকেট টিমকে বরণ করতে বর্ণিল সাজে সেজেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুব টাইগারদের কারণেই প্রথমবারের মতো কোন ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বাংলাদেশ।
অনূর্ধ্ব-১৯ দলের ইতিহাস সৃষ্টি করা এ অর্জনে গর্বিত হয়েছে পুরো বাংলাদেশ। আকবর বাহিনীদের এই সাফল্যের করণেই রঙিন ভাবে সেজেছে বিসিবি।
এরই মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় জন্য যুব টাইগারদের বরণ করে নেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। অপরদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও গতকাল সোমবার ঘোষণা করেছেন আগামী বুধবার (১২ ফেব্রুয়ারি) আকবর বাহিনী দেশে ফিরলে বিমানবন্দরেই তাদের সংবর্ধনা দেয়া হবে।
১৯৯৮ সাল থেকে যুব বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ যুব ক্রিকেটে দল নিয়মিত অংশগ্রহণ করে আসছে। এরআগে ২০১৬ সালে ঘরের মাঠে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছিলো মিরাজ-শান্তরা। তবে ২০২০ সালে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন হয়েছে আকবর বাহিনী।
আনন্দবাজার/এম.কে