দীর্ঘ এক যুগ পর পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জবাবে জিততে হলে ১৪২ রান করতে হবে পাকিস্তানের।
এর আগে দুপুরের বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ টস জিতে সিদ্ধান্ত নেন ব্যাট করতে। শুরুতে দেখেশুনে খেলতে গিয়ে দুই ওপেনার তামিম ইকবাল ও নাঈম শেখ রান তুলেন ধীরগতিতে। দুজন মিলে ১১ ওভারে ৭১ রান সংগ্রহ করে।
৩৪ বলে ৩৯ রান করে ওপেনিং জুটি ভেঙ্গে বিদায় নেন তামিম। এরপর লিটন দাস ফিরেন ১৩ বলে ১২ রান করে। আরেক ওপেনার নাঈম শেখেও ৪১ বলে ৪৩ রান করে শাদাব খানের বলে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে।
এরপর আফিফ হোসেনও হয়েছেন ব্যর্থ। তবে সৌম্য সরকার উইকেটে এসেই বাউন্ডারি ভাল কিছু করার ইঙ্গিত দিয়েছিল। কিন্ত ৫ বলে ৭ রান করে সৌম্য ফিরেছেন সাজঘরে।
শেষদিকে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ করেন ১৯ রান ও মোহাম্মদ মিঠুনের ৫ রানে ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে। পাকিস্তানের হয়ে ১টি করে উইকেট নেন শাহীন আফ্রিদি, হারিস রৌফ ও শাদাব খান।
আনন্দবাজার/এম.কে