শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

ম্যাচ হারলে সিরিজ হাতছাড়া হয়ে যাবে বাংলাদেশেরে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে এমন গুরুত্বপূর্ণ এক লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ সমতায় ফেরাল টাইগাররা।

উত্তাপে ভরা প্রথম টি-টোয়েন্টিতে তীরে এসে তরি ডুবলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ১৬৫ রানের মধ্যে আটকে রাখার পর রান তাড়ায় দারুণ শুরু আনেন লিটন দাস ও সৌম্য সরকার।

যা পরে টেনে নিয়ে ম্যাচ শেষ করেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। ১১ বল আগেই ৮ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা আনল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৫/৫ (আভিশকা ০, কুশল ৩৬, কামিন্দু ৩৭, সাদেরা ৭, চারিথা ২৮ , ম্যাথিউস ৩২ , শানাকা ২০; শরিফুল ০/২০ , তাসকিন ১/৩৮ , শেখ মেহেদী ১/৩৯, মোস্তাফিজ ১/৪২, রিশাদ ০/২১, সৌম্য ১/৫)

বাংলাদেশ: ১৮.১ ওভারে ১৭০/২ (লিটন ৩৬, সৌম্য ২৬, শান্ত ৫৩* , হৃদয় ৩২* ; ম্যাথিউস ০/২২, মাধুশঙ্কা ০/৩৪, বিনুরা ০/২২ , থিকসেনা ০/৩৫, পাথিরানা ২/২৮, শানাকা ০/১৯)

ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  কাতার বিশ্বকাপ সেমিফাইনাল-ফাইনাল হবে নতুন বলে

সংবাদটি শেয়ার করুন