শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবের বার্ষিক আয় ৫ কোটি টাকা, ব্যাংকে ঋণ ৩২ কোটি

সাকিবের বার্ষিক আয় ৫ কোটি টাকা, ব্যাংকে ঋণ ৩২ কোটি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের প্রার্থী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বার্ষিক গড় আয় পাঁচ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৬২ টাকা। বৈদেশিক মুদ্রা প্রায় ২৫ হাজার ডলার (২৭ লাখ টাকা)।

আওয়ামী লীগের এ প্রার্থী মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলফনামায় এ আয়-ব্যয়ের হিসাব দিয়েছেন।

সাকিব আল হাসান তার হলফনামায় ক্রিকেটের বার্ষিক পেশাগত আয় দেখিয়েছেন পাঁচ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৭৬৯ টাকা। অস্থাবর সম্পদ হিসেবে ব্যাংকে জমা দেখিয়েছেন ১১ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৮৭৬ টাকা। শেয়ার বাজারে বিনিয়োগ ৪৩ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ৮৭৪ টাকা। সোনা ২৫ ভরি। আসবাবপত্র ও ইলেকট্রনিকস সামগ্রী ১৩ লাখ টাকা।

এ ছাড়াও জামানতের বিপরীতে ব্যাংক ঋণ দেখিয়েছেন ৩১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৩৮২ টাকা। ইস্টার্ন ব্যাংকে ঋণ দেখিয়েছেন এক কোটি ৫০ লাখ ২০ হাজার ৩৬৩ টাকা। আয় থেকে ব্যাংক আমানত দেখিয়েছেন ২২ লাখ ৯৬ হাজার ৪৯৩ টাকা। হলফনামায় সাকিব নিজের পেশা উল্লেখ করেছেন ক্রিকেটার। শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন বিবিএ পাস।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে “বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ”

সংবাদটি শেয়ার করুন