শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সর্বকালের সেরা ওয়ানডে ইনিংস’ খেলেছেন ম্যাক্সওয়েল

‘সর্বকালের সেরা ওয়ানডে ইনিংস’ খেলেছেন ম্যাক্সওয়েল

১২৮ বলে ২০১ রান! অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরিতে আফগানদের জয় কেড়ে নিলেন ম্যাক্সওয়েল। আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের ইনিংসকে অবিশ্বাস্য, অকল্পনীয়—এসব শব্দেও যেন সঠিকভাবে বোঝানো যায় না। আসলে তাঁর দানবীয় ইনিংসকে বোঝাতে গিয়ে শব্দেরই কমতি পড়ছে। বিশ্বকাপের দুর্দান্ত এক রূপকথার জন্ম দিয়েছেন তিনি।

আফগানদের দেয়া ২৯১ রান তারা করতে ব্যাট হাতে যখন নামলেন, তখন অস্ট্রেলিয়ার ঝুলিতে ৪ উইকেট হারিয়ে মাত্র ৪৯ রান। এরপর দ্রুত আরও ৩ উইকেট হারাতে দেখলেন তিনি। ৯১ রানে ৭ উইকেট হারিয়ে যখন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা হারের শঙ্কায়, তখন ঢাল হয়ে দাঁড়ালেন ম্যাক্সওয়েল। ধ্বংসস্তূপ থেকে দলকে উদ্ধার করলেন তিনি। সেটিও আবার এক পায়ের ওপর ভর করে।

ডান পায়ে মাংসপেশির টানে নড়াতেই পারছিলেন না ম্যাক্সওয়েল। পায়ে টান পড়লেও মনোবলে চিড় ধরতে দেননি তিনি। যেন বোঝালেন—মানুষ চাইলে সবকিছু করতে পারে। তবে নিজে যা করলেন তা যেন মানুষেরও ওপরে গিয়ে। অষ্টম উইকেটে প্যাট কামিন্সকে নিয়ে রেকর্ড ২০২ রানের জুটি গড়ে ছারখার করলেন আফগানিস্তানদের। নিজে খেললেন ১২৮ বলে ২০১ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস। ২১ চারের বিপরীতে মারলেন ১০ ছক্কা।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাক্সওয়েল প্রথম ৫১ বলে করেছিলেন ৫০ রান। পরের ৫০ করতে লাগে মাত্র ২৫ বল। পরের ১০০ রান তিনি করেছেন মাত্র ৫২ বলে।

২২ গজে এমন অতিমানবীয় ইনিংস আগে কেউ দেখেনি বলে জানিয়েছেন সাবেক ক্রিকেটাররা।

এমন ইনিংসের তাই প্রশংসা না করে পারছেন না সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকেরা। ভারতকে বহু কঠিন ম্যাচ জেতানো ইনিংস খেলা সাবেক ক্রিকেটার যুবরাজ সিং লিখেছেন, ‘সারা জীবনের ইনিংস! ম্যাক্সি তোমাকে অভিবাদন।’

আরও পড়ুনঃ  হেড কোচ খুঁজে পেয়েছে বিসিবি, চুক্তি ২ বছরের

ওপেনিংয়ে নেমে ওয়ানডে ক্রিকেটেরই চিত্র বদলে দেওয়া অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার অ্যাডাম গিলক্রিস্ট লিখেছেন, ‘অভিনন্দন ম্যাক্সি। স্পষ্টতই সর্বকালের সেরা ওয়ানডে ইনিংস। আমার মতে, সব সময়ের জন্য তুমি বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর খেলোয়াড়।’

ভারতের আরেক সাবেক ক্রিকেটার ইরফান পাঠান লিখেছেন, ‘সাদা বলের সর্বকালের সেরা ইনিংস।’ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও পাঠানের সুরেই প্রশংসা করছেন, ‘সর্বকালের সেরা ওয়ানডে ইনিংস, ম্যাক্সি।’

অবিশ্বাস্য এমন ইনিংসের পর অজি এই ক্রিকেটারকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতের শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি।

ম্যাক্সওয়েলের ঝোড়ো ব্যাটিংকে নিজের জীবনে দেখা সেরা ইনিংস বলে দাবি করেছেন টেন্ডুলকার। আর বিরাট কোহলি বলছেন, এমন ইনিংস শুধুমাত্র ম্যাক্সওয়েলই খেলতে পারেন।

ম্যাক্সওয়েলের প্রশংসা করে এক্সে (সাবেক টুইটার) টেন্ডুলকার লিখেছেন, ‘সর্বোচ্চ চাপ থেকে সর্বোচ্চ পারফরম্যান্স। আমার জীবনে দেখা সেরা ওয়ানডে ইনিংস এটাই।’ অন্যদিকে, কোহলি ম্যাক্সওয়েলের বন্দনা করেছেন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামের ডে-তে কোহলি লিখেছেন, ‘শুধু তুমিই এটা করতে পারো। উন্মাদ।’

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন