শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ সম্মেলন

এশিয়া কাপে টাইগারদের লক্ষ্য জানালেন কোচ হাথুরুসিংহে

এশিয়া কাপে টাইগারদের লক্ষ্য জানালেন কোচ হাথুরুসিংহে

এশিয়ার শ্রেষ্টত্বে লড়াইয়ে নামার আগে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ দল। এশিয়া কাপে বাংলাদেশকে লড়তে হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। ওয়ানডে ফরম্যাটে টাইগারদের দুর্দান্ত পারফরম্যান্স বড় কিছুর স্বপ্ন দেখাচ্ছে এশিয়া কাপে।

শনিবার (২৬ আগস্ট) এশিয়া কাপকে সামনে রেখে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত হন হাথুরুসিংহে। সেখানেই তিনি এশিয়া কাপে টাইগারদের লক্ষ্য কী সেটি জানান।

টুর্নামেন্ট শুরুর আগে ফিটনেস ও মেডিকেল টেস্ট দিয়ে শুরু হয় বাংলাদেশ দলের এশিয়া কাপের প্রস্তুতি। এরপর স্কিলের উন্নতি নিয়েও কাজ করেন হাথুরুসিংহে।

হাথুরুসিংহে বলেন, ‘প্রস্তুতি নিয়ে আমি দারুণ খুশি। শুরুর দিকে ফিটনেস ও মেডিকেল ভালো গিয়েছে। এরপর আমরা স্কিলের উন্নতি নিয়ে সপ্তাহখানেক কাজ করেছি। শেষ পাঁচদিনে ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে কী করতে চায় এসব নিয়ে কাজ হয়েছে।’

টাইগারদের প্রধান কোচ জানান, এশিয়া কাপে প্রথম লক্ষ্য দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা। এ প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘এশিয়া কাপে আমাদের লক্ষ্য হচ্ছে, প্রথমে দ্বিতীয় রাউন্ডে উঠা। এশিয়া কাপে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে খেলবো। ঘরের মাঠে তারা খুবই ভালো দল। আফগানিস্তানের বিপক্ষে আমরা পাকিস্তানে খেলবো। তাদেরও সেখানে সিরিজ জয়ের অভিজ্ঞতা রয়েছে। অনেক বড় চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে। কিন্তু আমরা এটির জন্য প্রস্তুত।’

টাইগারদের প্রধান কোচ আরও বলেন, ‘ গত এশিয়া কাপে শ্রীলঙ্কা-আফগানিস্তান উভয় দলই ভালো খেলেছে একে অপরের বিপক্ষে। আমার মনে হয় দুটো দলই আমাদের ভালো চ্যালেঞ্জ জানাবে। তাদের বিপক্ষে আমাদের কৌশল থাকবে কীভাবে সুবিধা আদায় করতে পারি।’

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  পিছিয়েছে এশিয়া কাপের সময়সূচী

সংবাদটি শেয়ার করুন