ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে পুরস্কার হিসেবে ‘ব্লেন্ডার’ পেয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার!

দেশে পুরস্কার হিসেবে 'ব্লেন্ডার' পেয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার!

ক্রীড়াঙ্গনে পেশাদারিত্বের অভাবের বিষয়টি নতুন করে আলোচনায়। সম্প্রতি বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার নেওয়ার পর তাতে লাথি মেরে বেশ আলোচনার জন্ম দিয়েছেন বডিবিল্ডার জাহিদ। দ্বিতীয় পুরস্কার হিসেবে তিনি পেয়েছিলেন স্পনসর প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি ব্লেন্ডার! সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ইতিমধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। তীব্র নিন্দা আর সমালোচনার ঝড় চলছে।

উক্ত প্রতিযোগিতায় পুরস্কারের মঞ্চ থেকে নেমে পুরস্কার লাথি দেওয়ার দৃশ্য ভাইরাল হওয়া জাহিদকে বহিষ্কার করেছে ফেডারেশন। এ ঘটনায় জাহিদ বলেন, ‘আমি প্রথম হওয়ার যোগ্য। আমাকে প্রথম দেয়া হয়নি। বিচারকদের এ রায় ত্রুটিপূর্ণ। এর প্রতিবাদে আমি এমন আচরণ করেছি। আমি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদস্বরুপ এমন করেছি।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে অগণিত ব্যবহারকারী জাহিদের পক্ষে ব্যাপক সমর্থন জানিয়েছেন।

তবে পুরস্কার হিসেবে এটাই প্রথম নয়। আগেও পুরস্কার হিসেবে ব্লেন্ডার দিয়ে আলোচনায় এসেছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গন। সেটি আজ থেকে ঠিক ৯ বছর আগে ২০১৩ সালে ঘটেছিল সেই ঘটনা।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সেবার আবাহনী লিমিটেডের হয়ে খেলতে এসেছিলেন ইংলিশ ব্যাটার লুক রাইট। ম্যাচ সেরার পুরস্কার হিসেবে পেয়েছিলেন ব্লেন্ডার!

ব্লেন্ডার পাওয়ার ছবি তিনি ফেসবুকে পোস্ট করলে ক্রিকেটবিশ্বে তুমুল সমালোচনার জন্ম হয়। উদ্ভট পুরস্কার পেয়ে বিস্মিত রাইট ক্যাপশনে লিখেছিলেন, ‘আবাহনীর হয়ে প্রথম ম্যাচ জিতে আনন্দিত। তবে বলতেই হচ্ছে এর আগে কখনো ম্যাচ সেরা হয়ে ব্লেন্ডার পাইনি। ‘

ইংলিশ ব্যাটার লুক রাইটের ম্যাচ সেরার পুরস্কার হিসেবে ব্লেন্ডার নেওয়ার পোস্টটি দেখুন এখানে

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন