শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ৩০ ডিসেম্বর

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ৩০ ডিসেম্বর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার তারিখ পিছিয়ে আগামী ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানান। প্রাথমিক শিক্ষা অধিদফতর এর আগে জানিয়েছিল, আগামী ২৯ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নজরুল ইসলাম বলেন, ‘আগামী ২৯ ডিসেম্বর উপজেলা পর্যায়ে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বেশ কয়েকটি জেলায় স্থানীয় সরকার নির্বাচন থাকায় তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।’

‘আগে সিদ্ধান্ত হয়েছিল— প্রতিটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বাছাই করা ১০ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় বসতে পারবে।’

প্রসঙ্গত, ২০০৯ সালে জাতীয়ভাবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পিইসি পরীক্ষা শুরু করে সরকার। এরপর থেকে এর ফলের ভিত্তিতেই বৃত্তি দেওয়া হতো। এর আগে শিক্ষার্থীদের আলাদাভাবে বৃত্তি পরীক্ষা দিতে হতো।

আন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  জেমি ডে'র সফর নিয়ে শঙ্কা!

সংবাদটি শেয়ার করুন