বিশ্বকাপের আগে প্রীতিম্যাচে দারুণ এক জয় পেয়েছে আর্জেন্টিনা। বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়ারা পেয়েছেন গোলের দেখা।
ম্যাচে জয় পেলেও আর্জেন্টিনার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের খেলোয়াড়দের চোট।
এই চোটের কারণে বিশ্বকাপ স্কোয়াডেও পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।
দেশটির সংবাদমাধ্যম মুন্দো আলবেসেলিস্তে জানিয়েছে, লেফট ব্যাক মার্কাস আকুনা পুরো ফিট নন। ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেসেরও রয়েছেন চোটে।
এই পরিস্থিতিতে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘বিশ্বকাপের ২৬ সদস্যের স্কোয়াডে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দেখা যাক! এমন খেলোয়াড় রয়েছে, যারা শতভাগ ফিট নয়। আমরা সাবধান থাকতে চাই।’
আরব আমিরাতের বিপক্ষে ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেস, পাওলো দিবালা, ক্রিস্টিয়ান রোমেরো ও পাপু গোমেজারাকে মাঠে নামতে দেখা যায়নি।
স্কালোনি বলেন, ‘আমি বলছি না যে তারা (চোটাক্রান্তরা) স্কোয়াডের বাইরে থাকবে। খেলার মতো ফিট ছিল না, ঝুঁকি ছিল বলে কয়েকজনকে নেওয়া হয়নি। তাই নিশ্চয়তা দিতে পারছি না যে তারা ঠিক আছে। সবকিছু স্বাভাবিক হলেও আমাদের সাবধান থাকতে হবে।’
সৌদি আরবের বিপক্ষে আগামী ২২ নভেম্বর ম্যাচ দিয়ে ফুটবল বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা।
আনন্দবাজার/কআ