শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভুটানকে আবারো গোল বন্যায় ভাসাল বাংলাদেশ

ভুটানকে আবারো গোল বন্যায় ভাসাল বাংলাদেশ

সাফ অ-১৫ নারী চ্যাম্পিয়নশীপে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বীরশ্রেষ্ট শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ ভূটানকে ৯-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

এবার টুর্নামেন্টে মাত্র তিন দেশ অংশগ্রহণ করছে। ফলে টানা তিন ম্যাচ হেরে ভূটান ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

৯ নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচটি ভূটানের জন্য শুধুই নিয়মরক্ষার। আগামী বুধবার নেপাল ভূটানকে হারালে ১১ নভেম্বর বাংলাদেশ এবং নেপালের মধ্যকার ম্যাচটিই মূলত হবে ফাইনাল।

শিরোপা জিততে সেই ম্যাচে নেপালের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। তবে শুধু জিতলেই চলবে না, স্বাগতিকদের এগিয়ে থাকতে হবে গোলের হিসেবেও।

এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখিতে বাংলাদেশ জিতেছিল ৮-০ গোলে। পরে দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল স্বাগতিকরা।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  করোনার রোধে ৫০ লাখ রুপি দিলেন শচীন

সংবাদটি শেয়ার করুন