শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আফগানদের বিদায়ের ঘন্টা বাজিয়ে টিকে রইল শ্রীলঙ্কা

আফগানদের বিদায়ের ঘন্টা বাজিয়ে টিকে রইল শ্রীলঙ্কা

বাঁচামরার লড়াইয়ে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখলো লঙ্কানরা। এ সাথে সাথে শেষ চারের দৌড়ে ছিটকে গেল আফগানিস্তান।

এর আগে আফগানদের দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। ইংল্যান্ডের কাছে পরাজয়ের সাথে সাথে আজকের ম্যাচটা দুই দলের জন্যই ছিল টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। কিন্তু সেই লড়াইয়ে শেষ হাসিটা লঙ্কানরাই হাসলো।

শুরুতেই আফগানদের ১৪৪ রানে আটকে দেয় শ্রীলঙ্কা। তারা ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে তুলতে পারে ৪২ রান। কুমারা সপ্তম ওভারে গুরবাজের (২৮) উইকেট নিতেই ছন্দপতন ঘটে ইনিংসে। ১১তম ওভারে ৬৮ রানে বিদায় নেন আরেক ওপেনার উসমান গনি (২৭)। দলীয় ৯০ রানে ইবরাহিম জাদরান (২২) ফেরার পর প্রত্যাশা মেটাতে পারেননি বাকিরা। গড়তে পারেননি ভালো জুটি। ফলে ৮ উইকেট হারিয়ে দলীয় স্কোর দাড়ায় ১৪৪। ১৪৫ রানের লক্ষ্য লঙ্কানদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিলনা। যার ফলে ৯ বল হাতে রেখে কাঙ্ক্ষিত লক্ষ্য ছুঁয়েছে শানাকার দল।

আফগানরা বিশ্বমানের স্পিনার নিয়ে প্রথম দশ ওভারে মাত্র দুটি উইকেট নিতে পেরেছে। ১২ রানে পাথুম নিসাঙ্কার উইকেট নেন মুজিব। তারপর কুশল মেন্ডিসেরও (২৫) বিদায় ঘটে অষ্টম ওভারে।

লঙ্কানদের জয়ে ধনাঞ্জয়া ডি সিলভাই মূলত বড় অবদান রেখেছেন। ৪২ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৬ রানে অপরাজিত ছিলেন তিনি। এই সময়ে চারিথ আসালাঙ্কা (১৯) ও ভানুকা রাজাপাকশেকে (১৮) ফেরানো গেলেও ডি সিলভার সামনে বাধা হতে পারেনি আফগান বোলাররা। ফলে ১৮.৩ ওভারেই মাত্র ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

আরও পড়ুনঃ  বেইজিং অলিম্পিক বয়কটের ঘোষণা যুক্তরাষ্ট্রের

অপরদিকে, আফগানদের হয়ে অফস্পিনার মুজিব উর রহমান ২৪ রানে দুটি উইকেট নিয়েছেন। রশিদ খান ৩১ রানে দুটি নেন।

১৩ রানে ৩ উইকেট নিয়ে আফগানদের অল্পতে বেঁধে রাখতে বড় ভূমিকা রাখায় ম্যাচসেরা হন লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন