শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডাচদের হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো পাকিস্তান

ডাচদের হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো পাকিস্তান

সুপার টুয়েলভে টানা দুই হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। সেমির আশা করতে হলে টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন ম্যাচ জয়ের পাশাপাশি গ্রুপের অন্য ম্যাচের ফলাফলও তাদের অনুকূলে থাকা লাগতো। তবে, নেদারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সেই আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান।

পয়েন্ট টেবিলে ৩ ম্যাচে এক জয়ে তাদের অবস্থান পাঁচ। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। ৩ ম্যাচে তাদের মতো সমান পয়েন্ট নিয়ে তার পরেই আছে বাংলাদেশ। তিনে থাকা দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ ম্যাচে ৩। চারে থাকা জিম্বাবুয়ের ৩ ম্যাচে অর্জন ৩।

ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে শেষ বলে হারের পর টুর্নামেন্টে টিকে থাকতে পাকিস্তানের জয়ের বিকল্প ছিল না। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানের।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ৯১ রানে থেমেছে নেদারল্যান্ডসের ইনিংস। কলিন অ্যাকারম্যান সর্বোচ্চ ২৭ বলে ২৭ রান সংগ্রহ করেন। নেদারল্যান্ডসের ইনিংসে কোনো ছক্কা ছিল না। পাকিস্তানের শাদাব খান ২২ রান দিয়ে ৩ উইকেট নেন।

তবে, পাকিস্তানের শুরুটা সাবলীল হয়নি। মাত্র ৯২ রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়েছে দলটি। দ্বিতীয় ওভারেই অধিনায়ক বাবর আজম ৫ রানে রান আউট হয়ে সাজঘরে ফিরেছেন। ফখর জামান ও রিজওয়ানের জুটিতে পাকিস্তানকে আর বেগ পেতে হয়নি। রিজওয়ান ৩৯ বলে ৪৯ এবং ফখর জামান ১৬ বলে ২০ রান করেন। নেদারল্যান্ডসের ব্র্যান্ডন ২ উইকেট নেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী প্রদত্ত ৫ লাখ টাকার চেক পেলেন শৈলকুপার উন্নতি

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন