শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

লঙ্কানদের গুঁড়িয়ে দিল নিউজিল্যান্ড

লঙ্কানদের গুঁড়িয়ে দিল নিউজিল্যান্ড

গ্লেন ফিলিপসের অসাধারণ সেঞ্চুরি, নিউজিল্যান্ডের বোলারদের শুরু থেকেই একের পর এক উইকেট শিকার বার্তা দিচ্ছিল এ ম্যাচে শ্রীলঙ্কার আর রক্ষে নেই।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ শ্রীলঙ্কার ব্যাটারদের আসা-যাওয়ার খেলাটা বল হাতে ট্রেন্ট বোল্টের মাধ্যমে শুরু। এরপর মিচেল স্যান্টনার-ইশ সোধিরা গুঁড়িয়ে দিলেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপ।

আগুন ঝরানো বলে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট শিকার করেন পেসার বোল্ট। আর ২টি করে উইকেট স্যান্টনার ও সোধির।

প্রথমে ব্যাট করতে নেমে ফিলিপসের ১০৪ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৭ রান করে কিউইরা। চাপের মধ্যে ফিলিপস অসাধারণ ব্যাটিংয়ে ৬২ বলে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

শ্রীলঙ্কার বোলারদের সামনে ভেঙে পড়ে নিউজিল্যান্ডের টপ অর্ডার। সেখান থেকে কিউইদের লড়াই করার মতো স্কোর এনে দিয়েছেন ফিলিপস। গোটা ইনিংসে তার অবদান কতটা, সেটা হয়তো স্কোর দেখলেই বোঝা যায়। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড করেছে ১৬৭ রান যার ১০৪’ই ফিলিপসের।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ১০২ রানে অলআউট লঙ্কানরা। সুপার টুয়েলভের ম্যাচে শ্রীলঙ্কাকে ৬৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বদলেছে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের সূচি

সংবাদটি শেয়ার করুন