ইন্দোনেশিয়ার ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে ১৩৩ জনের প্রাণহানি ঘটনার পর সেই স্টেডিয়াম ধ্বংস করে নতুন করে তৈরি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার রাজধানী জাকার্তায় ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোকো বলেছেন, আমরা ফিফার নিয়মনীতি মেনে মালাংয়ের কাঞ্জুরুহান স্টেডিয়াম ভেঙে ফেলব এবং পুনর্নির্মাণ করব।
দুই সপ্তাহ আগে ইন্দোনেশিয়ায় ফুটবল স্টেডিয়ামে পদদলন এবং সংঘর্ষে ১৩৩ জনের প্রাণহানি ঘটে। মর্মান্তিক এই ঘটনার পর মঙ্গলবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে বৈঠক করেছেন ফিফা প্রেসিডেন্ট। ফুটবল খেলার সংস্কার এবং রূপান্তরে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট।
গত ১ অক্টোবর পূর্ব জাভার মালাং শহরের স্টেডিয়ামে ফুটবল ম্যাচ শেষে পদদলনের ঘটনায় নিহতদের মধ্যে ৪০ জনের বেশি শিশুও রয়েছে। ফিফা প্রেসিডেন্ট এই ঘটনাকে ‘ফুটবলের জন্য অন্ধকারাচ্ছন্ন দিনগুলোর একটি’ বলে অভিহিত করেছেন।
ঘটনার সূত্রপাত হয় যখন আরেমা এফসি এবং প্রতিপক্ষ পার্সেবায়া সুরাবায়ার মধ্যকার একটি লিগ ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে উভয় দলের সমর্থকরা মাঠে ঢুকে পড়েন। পরে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে আতঙ্কিত লোকজন দ্বিগ্বিদিক ছুটাছুটি করতে গিয়ে পদদলনের শিকার হন। স্টেডিয়াম থেকে যারা কোনও রকমে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন, তারা দ্বিতীয় দফায় স্টেডিয়ামের বাইরে পুলিশের লাঠিপেটার মুখোমুখি হন।
ইন্দোনেশিয়ার প্রধান নিরাপত্তা মন্ত্রী মাহফুদ এমডি ইন্সটাগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, স্টেডিয়ামে ৩৮ হাজার দর্শকের ধারণক্ষমতা থাকলেও টিকিট বিক্রি করা হয়েছিল ৪২ হাজার।
আনন্দবাজার/কআ