শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

উইন্ডিজকে হারাল স্কটল্যান্ড

উইন্ডিজকে হারাল স্কটল্যান্ড
সংক্ষিপ্ত স্কোর
স্কটল্যান্ড ১৬০/৫
ওয়েস্ট ইন্ডিজ ১১৮
ফলাফল- স্কটল্যান্ড ৪২ রানে জয়ী।

বিশ্বকাপের দ্বিতীয় দিনেও অঘটন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪২ রানে বড় জয় পেয়েছে স্কটিশরা। প্রথমদিন এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে বড় অঘটনের জন্ম দিয়েছিল নামিবিয়া ।

প্রথমে ওয়েস্ট ইন্ডিজ টস জিতে নিয়েছিল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। শুরু থেকেই উইন্ডিজ বোলারদের ওপর চড়াও হন দুই স্কটিশ ওপেনার জর্জ মুনসে আর মাইকেল জোন্স। যার ফলে ৫ ওভারেই তুলে ফেলে ৫০ রান।

বৃষ্টির হানা দিলে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকে খেলা। তবে, তার প্রভাবটা গোটা স্কটিশ ইনিংসেই পড়ল। পরের ছয় ওভারে দুই উইকেট হারিয়ে রান উঠল মোটে ২৯। ১৩তম ওভার থেকে স্কটিশরা আক্রমণাত্মক হতে থাকে। যার ফলে নির্ধারিত ২০ ওভারে স্কটিশরা পায় ১৬০ রানের পুঁজি। শেষ ৮ ওভারে ৭২ রান তুলে দলটি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইন্ডিজকে চেপে ধরে স্কটিশরা। তৃতীয় ওভারে জশ ডেভি বিদায় করেন কাইল মেয়ার্সকে। এভিন লুইস আর ব্রেন্ডন কিংয়ের ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে ৫৩ রান তুলে ক্যারিবীয়রা।
উইন্ডিজের দুর্দশার শুরু হয় পাওয়ারপ্লে শেষের এক বল আগে যখন লুইস সাজঘরে ফিরে যান।দুই ওভারে কিং আর নিকলাস পুরানকে তুলে নেয় স্কটল্যান্ড। ১১ থেকে ১৪ এই চার ওভারের নিয়মিত উইকেট হারায় দলটি।

৭৯ রানে ৮ উইকেট খুইয়ে দুই অঙ্কে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে যায় দলটি। ঠিক সেই সময় জেসন হোল্ডারের ৩৮ রানের ইনিংসে দলটি সে শঙ্কা এড়ায় উইন্ডিজ। তবে, শেষ রক্ষা হয়নি। ৪২ রানের হার নিয়ে মাঠ ছাড়তেহয় উইন্ডিজকে।

আরও পড়ুনঃ  মাশরাফি কেন অবসর নেয়নি?

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন