শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
নারী এশিয়া কাপ

সেমিফাইনালের আশা বেঁচে রইলো বাংলাদেশের

সেমিফাইনালের আশা বেঁচে রইলো বাংলাদেশের

নারী এশিয়া কাপে পাকিস্তান ও থাইল্যান্ডের হারে সেমির আশা বেঁচে রইলো বাংলাদেশের।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার (১০ অক্টোবর) দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ ম্যাচে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। সেই সঙ্গে বর্তমান চ্যাম্পিয়নদের সেমিফাইনালে খেলার স্বপ্নও অনেকটা ফিকে হয়ে গিয়েছিল।

বিব্রতকর হারের পর বাংলাদেশ তাকিয়ে ছিল ভারত বনাম থাইল্যান্ড ম্যাচের দিকে। পাকিস্তানকে হারিয়ে চলতি এশিয়া কাপে বড় চমক উপহার দিয়েছিল থাইল্যান্ড।

তবে, ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারলো না থাই মেয়েরা। ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে অনেকটাই কঠিন হয়ে গেছে তাদের সেমিফাইনালের পথ। প্রতিপক্ষকে ৩৭ রানে গুঁড়িয়ে দিয়ে ৬ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ফলে কপাল খুলেছে বাংলাদেশের।

বাংলাদেশের ম্যাচে বৃষ্টি আইনে ৭ ওভারে ৪১ রানের লক্ষ্য পেয়ে নির্ধারিত ওভারে ৩৭ রানেই থেমে গেছে ইনিংস। ৩ রানের হারে খাদের কিনারায় ছিল জ্যোতিরা। সংবাদসম্মেলনে পেসার জাহানারার বলেন, স্বাগতিক হয়েও যদি এবার সেমিফাইনাল খেলতে না পারি, তবে আমাদের চেয়ে বেশি হতাশ আর কেউ হবে না।

৫ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলে এখন পাঁচ নম্বরে বাংলাদেশ। ৬ ম্যাচে ৩ জয়ে চারে থাইল্যান্ড। পরবর্তী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারাতে পারলেই সমান পয়েন্ট থাকা সত্বেও রানরেটে এগিয়ে থাকায় সেমির টিকিট পেয়ে যাবে বাংলার বাঘিনীরা।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  টাইগারদের অনুশীলনে বৃষ্টির বাধা

সংবাদটি শেয়ার করুন