ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৯ উইকেটে হারল বাংলাদেশ

৯ উইকেটে হারল বাংলাদেশ

দাপুটে জয় দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করা নিগার সুলতানার দল দ্বিতীয় ম্যাচেই হুচট খেলো।
স্বাগতিকরা নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারলো।

শুরুতেই টসে হেরে ব্যাট করতে নেমে ছন্দপতন হয়ে উইকেট হারাতে ‍থাকে বাংলাদেশের। পাকিস্তানের বোলার ডায়ানা বেগ আর সাদিয়া ইকবালের আক্রমণে শুরুর দুই ওভারে দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা।দলের তৃতীয় রান তুলতে বিদায় হন আরেক ব্যাটার রুমানা।

দলের এমন অবস্থায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা। লতা মণ্ডলকে সঙ্গে নিয়ে খুব বেশিদূর আগাতে পারেন নি। ২৬ রানে সেই জুটিও ভাঙে লতার বিদায়ে।

অভিজ্ঞ ক্রিকেটার সালমাকে সঙ্গে নিয়ে অধিনায়ক নিগার আরও একটা ছোট জুটি গড়েন যেটির ইতি ঘটে তার বিদায়ের মাধ্যমে দলীয় ৪২ রানে।

আসা যাওয়ার মিছিলে অভিজ্ঞ ক্রিকেটার সালমা ২৪ (২৯) রানের ইনিংস খেলেন যার ফলে ২০ অভার শেষে দলীয় সংগ্রহ ৭০-এ ঠেকে।

পাকিস্তানের জন্য জয়টা সহজ হয়ে যায় যখন প্রথম ওভারেই তারা ১৩ রান তুলে নেয়। মুনিবা আলী আর সিদরা আমিনের জুটিতে পাকিস্তান বেশ সাবলিল ভাবেই জয়ের কাছে পৌঁছে যায়। প্রথম ৬ ওভারে বিনা উইকেটে তারা ৪০ রান যোগ করে নেয়।

তবে ৪৯ রানে সালমা খাতুনের বলে মুনিবা আলীকে সাজঘরে ফেরান। মুনিবা ১৯ বলে ১৪ রান করেন। অবশিষ্ট রান সহজেই টপকে যায় পাকিস্তান। ৯ উইকেটের সহজ জয়ের সাথে সাথে রান রেটে এগিয়ে যায় তারা।

অপরদিকে, নেট রান রেটে পিছিয়ে বাংলাদেশ চলে যায় পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন