শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ার ট্র্যাজেডি নিয়ে শোকবার্তা

ইন্দোনেশিয়ার ট্র্যাজেডি নিয়ে শোকবার্তা

ইন্দোনেশিয়ায় একটি লিগ ম্যাচকে কেন্দ্র করে ঘটে গেছে স্মরণকালের অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি। এতে এখন পর‌্যন্ত নিহতের সংখ্যা ১৭৮ জন। অফিশিয়াল টুইটারে রোববার শোকবার্তা প্রকাশ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় অন্যান্য ক্লাবগুলো শোক প্রকাশ করে।

শনিবার (১অক্টোবর) রাতে জাভানিজ ডার্বির ম্যাচকে কেন্দ্র করে মূলত ঘটনার সূত্রপাত। দারুণ উত্তেজনা ছড়ানো ম্যাচটি শেষ হয় ৩-২ গোলে। তবে ফলাফল পছন্দ না হওয়ায় মাঠে নেমে পরেন আরেমা সমর্থকরা, ফলে বেধে যায় সংঘর্ষ। সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে এসময় পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করলে সৃষ্টি হয় ব্যাপক বিশৃঙ্খলার। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে এবং শ্বাসকষ্টে মৃত্যু হয় অসংখ্য মানুষের।

ইতোমধ্যে দুর্ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে মানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও লিভারপুল। ম্যানচেস্টার ইউনাইটেড টুইটারে লিখেছে, ‘ইন্দোনেশিয়ার মালাং ট্র্যাজেডিতে ম্যানচেস্টার ইউনাইটেড গভীরভাবে শোকাহত। হতাহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

এছাড়া এ ঘটনায় হতাহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ। আহতদের মধ্যে অনেকের অবস্থা ঘুরুতর রয়েছে।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  স্মিথ ঝড়ে পাকিস্তানের বিপক্ষে অজিদের জয়

সংবাদটি শেয়ার করুন