সাফ চ্যাম্পিয়নশিপের পর আবারও কাঠমান্ডুর সেই দশরথ স্টেডিয়ামে নেপালের মুখোমুখি বাংলাদেশ। তবে এবার জামাল ভূঁইয়ারাদের পরীক্ষা। সেই পরীক্ষায় শুরুতেই পিছিয়ে বাংলাদেশ।
আজ মঙ্গলবার পুরোপুরি উল্টো এক বাস্তবতার মুখে বাংলাদেশ। খেলার প্রথমার্ধে বাংলাদেশের জালে ইতিমধ্যে ৩ গোর দিয়েছে নেপাল। প্রথমার্ধেই হ্যাটট্রিক করেছেন নেপালের অঞ্জন বিষ্টা।
বাংলাদেশ ভালো শুরু করলেও তা কাজে দেয়নি বেশিক্ষণ। ফ্রি কিক পেলেও বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়ার তা কাজে লাগাতে পারেন নি। ফ্রি কিক ক্রসবারে লেগে ফেরত আসে। ফ্রি কিক থেকে গোলবঞ্চিত হলেও নেপাল ফ্রি কিক থেকেই গোল আদায় করেছে।
১৮ মিনিটে বক্সের বাঁ প্রান্ত ঘেঁষে পাওয়া ফ্রি কিকে অঞ্জন বিষ্টা হেডে গোল করে নেপালের জন্য সূচনা এনে দেন। নয় মিনিট পর আবার অঞ্জন নেপালকে এগিয়ে নেন। তারপর ৩৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন অঞ্জন।
বিস্তারিত আসছে…
আনন্দবাজার/কআ