ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ

ট্রফি নিয়ে ঢাকায় ফিরছেন জ্যোতি-সালমারা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট আগেই নিশ্চিত হয়েছে তবে বাছাইপর্বের ফাইনালটা বাকি ছিল। আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে বাছাইপর্বের ফাইনালটা জিতে নিল বাংলাদেশ। এর ফলে টানা তৃতীয়বারের মতো বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের দল।

জানা গেছে, বিশ্বকাপ বাছাইপর্বের ট্রফি জয়ী বাংলাদেশ নারী দল আগামীকাল (মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

এর আগে ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ নারী দল সংগ্রহ করে ১২০ রান। ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড।

টপ অর্ডারের কোন ব্যাটারই পাননি দুই অঙ্কের রানের দেখা। এরপর ইমিয়ার রিচার্ডসন এবং ম্যারি ওয়ালডল দলকে টেনে তোলার চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত ৭ রানের হার নিয়ে রানার-আপ হয়েই মাঠ ছাড়ে আইরিশরা।

বাংলাদেশের হয়ে রোমানা আহমেদ ৩ উইকেট নেন। এছাড়া সানজিদা আক্তার মেঘলা, নাহিদা আক্তার, এবং সোহালি আক্তার নেন ২ টি করে উইকেট।

দুবাইতে ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

দ্রুত উইকেট হারালে নারী দলের স্কোরবোর্ডে ২০ ওভার শেষে ৮ উইকেটে রান গিয়ে দাঁড়ায় ১২০।
আয়ারল্যান্ডকে ডেলানি নেন ৩ উইকেট, এছাড়া আরলেনি কেলি এবং চারা মুরাই নেন দুই উইকেট।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন