শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জয় দিয়ে বছরকে বিদায় জানালো লিভারপুল-ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের শেষ ম্যাচেও জয় পেয়েছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। গতকাল রাতে ঘরের মাঠে অ্যানফিল্ডে উলভার হ্যাম্পটনকে বিপক্ষে ১-০ গোলে জয় পায় ক্লপের শিষ্যরা। এ জয় দিয়ে ১৩ পয়েন্টের লিড নিয়ে নতুন বছর শুরু করবে অলরেডস শিবির।

ম্যাচের ৪২তম মিনিটে জয়সূচক গোলটি করেন সাদিও মানে। তবে তার এ গোল নিয়ে গোল পাকিয়ে ফেলেন রেফারি। নিজেদের সীমানা থেকে উড়ে আসা বল ডি-বক্সে পেয়ে হেডে সামনে বাড়াতে চেয়েছিলেন অ্যাডাম লালানা, তবে পারেননি। এরপর বল ফাঁকায় পেয়ে ডান পায়ের শটে জালে জড়ান মানে।

আপর ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে পেপ গার্ডিওলার শিষ্যরা। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৫২তম মিনিটে সার্জিও আগুয়েরোর গোলে এগিয়ে যায় সিটিজেনরা। এরপর ৮২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রুইন নিজেই।

১৯ ম্যাচে ১৮ জয় ও এক ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে লিভারপুল। ২০ ম্যাচ খেলে ৪১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে সিটি। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে লেস্টার সিটি।

 

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  বিশ্বকাপে ফেভারিট বলে কিছু নেই- স্কালোনি

সংবাদটি শেয়ার করুন