জিম্বাবুয়ের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরে প্রথমবারের মতো দেশটির কাছে টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ।প্রথম ম্যাচ হারের পর আজ মঙ্গলবার তৃতীয় ও শেষ ম্যাচেও হেরেছে ১০ রানের ব্যবধানে।
আগের দুই ম্যাচে সমান ১টি করে জয় পায় দুটি দল। আর সে হিসেবে আজ শেষ ম্যাচটি হয়ে ওঠে অঘোষিত ফাইনাল। এ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে১৫৬ রানের পুঁজি পায় স্বাগতিকরা।
১৫৭ রানের লক্ষ্য টপকাতে নেমে জিম্বাবুয়ের বোলারদের কাছে দাড়াতে পারেনি টাইগার ব্যাটসম্যানরা। শেষদিকে কিছুটা আশা জাগলেও ১৪৬ রানে থেমে যায় তাদের ইনিংস।
১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর একটা বড় জুটি অন্তত প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু কোনো একটি বড় জুটি গড়ে উঠেনি।
শেষ ১২ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৬ রান। উইকেটে ছিলেন আফিফ হোসেন ও মেহেদি হাসান।
১৯তম ওভারে মাত্র ৭ রান তুলতেই বাংলাদেশ হারায় মেহেদির উইকেট। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ রান। লুক জঙ্গুয়ের করা ওভারের দ্বিতীয় বলে আউট হন হাসান মাহমুদ। শেষ চার বলে ৭
রান করলেও জয় ছিনিয়ে নিতে পারেননি আফিফ-নাসুমরা।
আনন্দবাজার/শহক