শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘তামিমের অবসর নতুন কোনো বিষয় না, আগে থেকেই জানি’

উইন্ডিজের বিপক্ষে সফল ওয়ানডে সিরিজ শেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দীর্ঘ ছয় মাস ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ছুটিতে ছিলেন তিনি। চলতি মাসেই সেই ছুটি শেষ হতো। এই ছয় মাসে তামিমের টি-টোয়েন্টি খেলা নিয়ে অনেক কথা চালাচালি হয়েছে। অবশেষে অবসান হলো সব বিতর্কের।

আজ রবিবার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। এ সময় তাকে তামিমের অবসরের বিষয়ে প্রশ্ন করা হলে পাপন জানান, ওটা তো আগে থেকেই জানি। এটা তো নতুন কোনো বিষয় না।

উল্লেখ্য, ওয়ানডেতে উইন্ডিজকে ৩-০ ব্যবধানে ধোলাই শেষে গত রাতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দিযেছেন দেশের সেরা ওপেনার তামিম ইকবাল। তিনি লিখেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  চার বছরে ৪০টির বেশি টেস্ট খেলবে টাইগাররা

সংবাদটি শেয়ার করুন