ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শাকিরার পর আরও এক বিচ্ছেদ পিকের

দীর্ঘদিনের বান্ধবী, কলম্বিয়ান পপ গায়িকা শাকিরার সাথে বিচ্ছেদের পর আরও একটি বিচ্ছেদের অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকের। দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনাও তার সাথে বিচ্ছেদ ঘটিয়ে দিলো। বার্সা কোচ জাভি হার্নান্দেজ জানান, আগামী মৌসুমে তার পরিকল্পনায় নেই পিকে।

কিন্তু শাকিরার সঙ্গে যেদিন বিচ্ছেদ হয়েছিল, তার আগেরদিনই বার্সা কোচের পক্ষ থেকে ন্যু ক্যাম্প ছাড়ার বার্তাটা পেয়ে গিয়েছিলেন পিকে। বার্সা এখন আশা করছে, পিকের সঙ্গে তাদের বিচ্ছেদটা শান্তিপূর্ণই হবে।

স্প্যানিশ পত্রিকা স্পোর্ট রিপোর্ট প্রকাশ করেছে, দুই সপ্তাহ আগেই পিকের সঙ্গে মিটিং করেছেন কোচ জাভি। সেখানেই পিকেকে জানিয়ে দিয়েছেন যে, আগামী মৌসুমে তিনি তার (জাভির) পরিকল্পনায় নেই। কোচ মূলত তার সিদ্ধান্ত নিয়েছে, ৩৫ বছর বয়সী পিকের শারীরিক সমস্যা এবং মাঠের বাইরে নানারকম অপেশাদার আচরণের কারণে।

১৯৯৭ সালে ১০ বছরের পিকে বার্সেলোনা অ্যাকাডেমি লা মাসিয়ায় এসেছিলেন। মাঝে ২০০৪-২০০৮ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন। এছাড়া পুরো ফুটবল ক্যারিয়ার পিকে কাটিয়েছেন বার্সেলোনাতেই। সেই পিকের বিরুদ্ধেই জাভির অভিযোগ, মাঠে তার ভূমিকা অপেশাদার। শারীরিক সক্ষমতাও ক্রমশ কমছে। মাঠের বাইরে অন্য বিষয়েই এখন বেশি আগ্রহ ৩৫ বছরের এই সেন্ট্রাল ডিফেন্ডারের।

২০২৪ সাল পর্যন্ত পিকের সাথে চুক্তি রয়েছে বার্সেলোনার। এক সময় বার্সার প্রথম একাদশে জাভির সাথে খেলেছেন পিকে। সাবেক সতীর্থের মুখে এমন কথা শুনে প্রাথমিক ধাক্কা খান তিনি। তবে স্পেনের সব বয়সভিত্তিক দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে খেলা পিকে ক্লাব ছাড়া নিয়ে কিছু জানাননি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন