শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ইন্দোনেশিয়ার ম্যাচটি মালয়েশিয়া সফরের জন্য গুরুত্বপূর্ণ’

মালয়েশিয়ায় এশিয়ান কাপ বাছাইয়ের তিন ম্যাচ খেলার আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দল গতকার বুধবার ফিফা ফ্রেন্ডলিতে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। দেশটির জাভা দ্বীপের বান্দুং শহরে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় ম্যাচটি শুরু হবে।

ম্যাচের আগে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এবং অধিনায়ক জামাল ভূঁইয়া দুইজনই স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, এই ম্যাচটির ভুলত্রুটি কাজে লাগবে মালয়েশিয়া সফরের এশিয়ান কাপ বাছাইয়ে।

গতকাল বুধবার ম্যাচ খেলে পরের দিনই ক্যাবরেরার দল চলে যাবে মালয়েশিয়ায়। তবে এই সফরে বাংলাদেশ দল চোটে জর্জরিত। আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে দলের চোট নিয়ে কোচ বলেছেন, চোট সমস্যার সাথে আমাদের মানিয়ে নিতে হবে। এ মুহূর্তে দলে আছে ২২ জন খেলোয়াড়। যখন মালয়েশিয়া যাবো, তখন ২৩ জন হবে। সবাই এ ম্যাচের জন্য প্রস্তুত।

মালয়েশিয়ার সফরের জন্য এই ম্যাচটা কাজে দেবে উল্লেখ করে ক্যাবরেরা জানান, এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই ম্যাচটা আমাদেরকে মালয়েশিয়ার বাছাইয়ের জন্য প্রস্তুত করবে। দলের প্রতিটি খেলোয়াড়ের জন্য এ ম্যাচটি নিজেদের সামর্থ্য দেখানোর এবং মালয়েশিয়াতে খেলার সুযোগ পাওয়ার জন্য প্রমাণ দেওয়ার সুযোগ।’

ক্যাবরেরা জানান, এ ম্যাচের জন্য আমরা অনুশীল করেছি, পরিকল্পনা নিয়ে কাজ করেছি। এ ম্যাচটি মালয়েশিয়াতে বাহরাইনের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য আমাদের প্রস্তুত করবে। কয়েকজন তরুণ খেলোয়াড় আছে, যারা এই ম্যাচে প্রভাব রাখতে পারে। কিছু খেলোয়াড় আছে, যারা একসঙ্গে অনেক দিন কাজ করেছে। আমি মনে করি, এটা আমাদের দলীয় শক্তি।

আরও পড়ুনঃ  দিপু চাকমা এনে দিলেন বাংলাদেশের প্রথম স্বর্ণ

ভালো খেলার প্রত্যশার কথা উল্লেখ করে অধিনায়ক জামাল ভূঁইয়া জানান, আমরা ১২ দিনের বেশি সময় ধরে প্রস্তুতি নিয়েছি। সবাই এ ম্যাচের জন্য মুখিয়ে আছে। আমার বিশ্বাস কঠিন একটা ম্যাচ হবে। ইন্দোনেশিয়া শক্তিশালী দল এবং অবশ্যই তারা ফেভারিট থাকবে। তবে নিজেদের ওপর আমারও বিশ্বাস আছে।

তিনি আরও বলেন, আমি মনে করি, ইন্দোনেশিয়ার বিপক্ষে লড়াই করতে পারবো এবং ভালো পারফরম্যান্স করতে পারবো। ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি দলের খেলোয়াড়দের জন্য অভিজ্ঞতা হবে। কিছু অর্জন করতে হলে আমাদের কাজ করতে হবে। আমাদের মূল লক্ষ্য কঠোর পরিশ্রম করে তা অর্জন করা।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন