শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় পৌঁছেছেন আইসিসি প্রধান

দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন আইসিসি’র প্রধান গ্রেগ বার্কলে। আজ রবিবার দুপুর ১:০৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিমানবন্দর থেকেই সরাসরি পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শনে গেছেন আইসিসি প্রধান।

গ্রেগ বার্কলে দুই দিনের সফরে বাংলাদেশ ক্রিকেটের নানান অবকাঠামো পরিদর্শন করবেন। আগামীকাল শুরু হতে যাওয়া বাংলাদেশ-শ্রীলংকার টেস্টের প্রথম ঘণ্টায় মাঠে থাকার কথা রয়েছে তার।

বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন আইসিসি প্রধানের এবারের বাংলাদেশ সফরকে ‘একেবারেই ফরম্যাল’ বলেছিলেন। গত শুক্রবার পাপন এক প্রশ্নের উত্তরে বলেন, আইসিসি প্রধান বাংলাদেশে আসছেন। আইপিএল ফাইনাল দেখতে ভারত যাবেন। এর আগে বাংলাদেশে আসার আগ্রহ দেখিয়েছেন। আমরাও তাকে স্বাগত জানিয়েছে। কোনো এজেন্ডা নিয়ে উনি আসছেন না। দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি মাঠে বসে দেখতে চান। একেবারেই ফরম্যাল সফর তার। নির্দিষ্ট কোনো কারণ নেই। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব।

আগামী ২৪ মে আইপিএল ফাইনাল দেখার লক্ষ্যে বাংলাদেশ থেকে সরাসরি ভারতে যাবেন গ্রেগ বার্কলে। সফরসঙ্গী হওয়ার কথা রয়েছে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনেরও।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  শ্রীলঙ্কার দুঃস্বপ্নময় রেকর্ড হার, সেমিফাইনালে ভারত

সংবাদটি শেয়ার করুন