শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রোজা রেখেই হ্যাটট্রিক করলেন বেনজেমা

সারাদিন রোজা ছিলেন। ইফতারের ঠিক ১০-১৫ মিনিট পরেই নামতে হয়েছে মাঠে। তবে রাখার ধকল তাকে দেখা বোঝা যায়নি। বরং বেশ উজ্জীবিতই মনে হয়েছে করিম বেনজেমাকে। আর এতেই করে ফেললেন হ্যাটট্রিক। দুর্দান্ত হ্যাটট্রিকে করিম বেনজেমা এখন প্রশংসার বৃষ্টিতে ভাসছেন। চেলসিকে ৩-১ গোলে হারিয়ে সেমির কাছাকাছি রিয়াল মাদ্রিদ।

তবে কথা হলো সারাদিন রোজা রাখার পর খেলার শক্তি ঠিকমতো থাকে তো? রোজা নিয়ে এর আগেও বেনজেমা নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন।

রোজা রাখলে ফিটনেসে সমস্যা হয় কি না, জানতে চাইলে বেনজেমা জানান, এটা অসাধারণ এক অনুভূতি। এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রোজা রাখলে আমি খুব ভালো বোধ করি। রমজান আমার জীবনের অংশ, যা ধর্ম আমার জন্য বাধ্যতামূলক করেছে।

রোজা যে বেনজেমার আত্মবিশ্বাস আরোও বাড়িয়েছে, সেই প্রমাণ চেলসি ম্যাচের দিকে তাকালেই পাওয়া যায়। তিনি ম্যাচজুড়ে দুর্দান্ত খেলেছেন। তিন মিনিটের ব্যবধানে হেড থেকে ২ গোল করেন তিনি। এবং বিরতির পর চেলসির গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে আদায় করেন হ্যাটট্রিক।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  স্পেশাল অলিম্পিকে বিজয়ীদের সংর্বধনা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সংবাদটি শেয়ার করুন