বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে অংশ নিচ্ছে। কিন্তু বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি নিগার সুলতানাদের। আজ শনিবার নিউজিল্যান্ডের ডুনেডিনে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে তারা। প্রোটিয়াদের দেওয়া ২০৮ লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭৫ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ দল।
৩২ রানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ পাঁচ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪৩ রান। হাতে ছিল ৪ উইকেট। নিগার সুলতানা এবং রিতু মনি দুজনই ব্যাট করছিলেন ২৭ রান নিয়ে। সে সময় জয়ের স্বপ্নই দেখছিল বাংলাদেশের সমর্থকরা। কিন্তু জয় তো দূরের কথা, জয়ের কাছাকাছিও যেতে পারেনি বাংলাদেশ। ৪৯ দশমিক ৩ ওভারে ১৭৫ রানে অলআউট হয়ে গেছে তারা।
ব্যাট হাতে ওপেনার শারমিন আক্তার বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন। ৭৭ বলে ৩৪ রান সংগ্রহ করেন তিনি। এছাড়া অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে এসেছে ২৯ রান। শামিমা সুলতানা ও রিতু মনি ২৭ রান করে করেন। প্রোটিয়াদের হয়ে ৪টি উইকেট নেন আয়াবঙ্গা খাকা।
এর আগে, টসে জিতে আগে ফিল্ডিং করতে নেমে ২০৭ রানে দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে বাংলাদেশের মেয়েরা। প্রোটিয়াদের হয়ে মারিজান্নে কাপ ৪২, লোরা ওলভার্ড ৪১ এবং ত্রিয়োন ৩৯ রান করেন। বাংলাদেশের হয়ে ফারিয়া তৃষ্ণা তিন উইকেট নেন। এবং জাহানারা আলম ও রিতু মনির শিকার দুটি করে উইকেট।
আনন্দবাজার/টি এস পি