ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাতার বিশ্বকাপে নিষিদ্ধ রাশিয়া

ইউক্রেনের উপর সামরিক হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়ার সকল ক্লাব ও জাতীয় দলকে নিষিদ্ধ ঘোষণা করেছেন ফিফা ও উয়েফা। সোমবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা (উয়েফা) যৌথ বিবৃতিতে এই কঠোর সিদ্ধান্তের কথা জানিয়েছে। তবে এই নিষেধাজ্ঞার নির্দিষ্ট কোন সময় বেধে দেওয়া হয়নি। সংস্থা দুটি জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এই নিষেধাজ্ঞার ফলে চলতি বছর অনুষ্ঠিত হতে যাওয়া কাতার বিশ্বকাপ বাছাইপর্বের প্লে অফে খেলা হচ্ছে না রাশিয়ার পুরুষ ফুটবল দলের। এছাড়া রাশিয়ার মেয়েদের দল খেলতে পারবে না ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে।

সূচি অনুযায়ী রাশিয়া দলের আগামী ২৪ মার্চ পোল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে খেলার কথা ছিল। ওই ম্যাচটি জিতলে ২৯ মার্চ ঘরের মাঠেই তাদের ম্যাচ ছিল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে। তবে এই দুই দেশ রাশিয়ার বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন