ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হোয়াইটওয়াশের স্বাদ পেলোনা বাংলাদেশ

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ট্রফি আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। কিন্তু বাড়তি গুরুত্ব ছিল তৃতীয় এবং শেষ ম্যাচের। কারণ এই ম্যাচ জিতলেই পাওয়া যেত বিশ্বকাপ সুপার লিগের আরও ১০ পয়েন্ট। পাশাপাশি পাকিস্তানকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়েও ছয়ে উঠে যেতো টাইগাররা।

তবে হলো না কিছুই। বড্ড বিবর্ণ ব্যাটিং-বোলিং এবং ফিল্ডিংয়ের কারণে সিরিজের শেষ ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হারলো বাংলাদেশ দল। আফগানিস্তানের করা ১৯২ রানের সংগ্রহ ৫৯ বল হাতে রেখেই টপকে গেছে আফগানিস্তান। তিন ক্যাচ মিসের সুযোগ নিয়ে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়েছেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।

ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে মাত্র ১৯২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। তাই বড় দায়িত্ব ছিল বোলারদের কাঁধে। তবে সেই মানের বোলিং করতে পারেননি তাসকিন আহমেদ ও সাকিব আল হাসানরা। পাশাপাশি ক্যাচ মিসের পশরা সাজান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদরা। তাই কিছুই আর কাজে লাগেনি।

তিনবার জীবন পেয়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। তার করা অপরাজিত ১০৬ রানের ইনিংসে শেষ ম্যাচ থেকে ১০টি পয়েন্ট পেয়ে গেছে আফগানিস্তান।

বাংলাদেশের করা ১৯২ রানের জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে শুভ সূচনা পায় স্বাগতিকরা। রিয়াজ হাসানকে সাথে নিয়ে ৭৯ রান যোগ করেন রহমানউল্লাহ গুরবাজ।

সাকিব আল হাসানের বাইরে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে টার্নে পরাস্ত হয়ে মুশফিকের গ্লাভসে বল জমা দেয় রিয়াজ। ৪৯ বলে ৩৫ রান করেন রিয়াজ।

তারপর দ্বিতীয় উইকেট জুটিতে বাংলাদেশের হাত থেকে ম্যাচ পুরোপুরি নিয়ে যান রহমত শাহ এবং গুরবাজ।

শেষ পর্যন্ত গুরবাজ অপরাজিত থাকেন ৭ চার এবং ৪ ছয়ের মারে ১১০ বলে ১০৬ রান করে। বিশ্বের পঞ্চম ব্যাটার হিসেবে নিজের প্রথম তিন ফিফটিকেই সেঞ্চুরিতে রূপ দেন তিনি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন