শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শেষই হচ্ছে না শত কোটির প্রকল্প

বরিশালের বানারীপাড়ায় পাঁচ বছরেও শেষ হয়নি মাল্টিপারপাস ডিজেষ্টার শেল্টার প্রজেক্টের (বহুমুখি দুর্যোগ আশ্রয়ন প্রকল্প) কাজ। ঠিকাদারী  প্রতিষ্ঠান নাভানা কনষ্ট্রাকশন প্রায় পৌণে একশত কোটি টাকার প্রকল্পের এ কাজ আংশিক করে ফেলে রেখেছে। গত তিন বছর পূর্বে তারা কাজ ফেলে রেখে সব লোকজন নিয়ে কাজের সাইড থেকে চলে যায়। বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার নির্মান কাজ অসমাপ্ত অবস্থায় রাখা ও পুরাতন রাস্তা, পুল এবং সাঁকো ভেঙে আংশিক কাজ করে ফেলে রাখায় শিক্ষার্থীসহ এলাকাবাসীকে অন্তহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

২০১৭ সালের জানুয়ারি মাসে প্রায় পৌণে একশত কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে বানারীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১২টি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার এবং ৮ টি বিদ্যালয় কানেক্টিং রাস্তা ও ১২টি কালভার্ট নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। ওই বছরের ১৯ জানুয়ারী বরিশাল-২ আসনের তৎকালীন সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ওই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ওই সময় কাজ শুরু করে মাত্র ৫টি বিদ্যালয়ের কাজ শেষ করা হয়। এগুলো হল সলিয়াবাকপুর ইউনিয়নের একসাড়াপাড়া, চাখার ইউনিয়নের খলিশাকোঠা, সদর ইউনিয়নের গাভা, বিশারকান্দি ইউনিয়নের পদ্মবুনিয়া ও সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার। এর মধ্যে গাভা ও আউয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের সঙ্গে সংযোগ সড়কও ছিল।

গাভা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের সংযোগ সড়ক নির্মিত হয়নি। বাকি ৭ প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার এর সংযোগ সড়ক ও ১২টি কালভার্টের গত পাঁচ বছরেও নির্মাণ কাজ সম্পন্ন করা হয়নি। এছাড়া কানেকটিং (সংযোগ সড়ক) সড়ক নির্মানের জন্য পুরাতন সড়ক ও ব্রিজগুলো কোথাও আংশিক আবার কোথাও পুরোটা ভেঙেই ফেলে রেখেছে। ফলে ওই এলাকার শিক্ষার্থীসহ জনসাধারণের অন্তহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। আগামী বর্ষা মৌসুমে এ দূর্ভোগ চরম আকার ধারণ করবে। এছাড়া উদয়কাঠি ইউনিয়নের পিজিএস, সৈয়দকাঠি ইউনিয়নের ব্রাক্ষ্মণবাড়ি ও পশ্চিম সৈয়কাঠি (কালি বাড়ি), ইলুহার ইউনিয়নের দক্ষিণ-পূর্ব ইলুহার ও মধ্য ইলুহার এবং বিশারকান্দি ইউনিয়নের কলাভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার ও এর সংযোগ সড়ক নির্মাণ কাজ পাঁচ বছরেও সম্পন্ন না করায় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ এলাকাবাসী চরম দুর্ভোগে রয়েছে। এ বিষয়ে নাভানা কনস্ট্রাকশনের প্রকৌশলী দেলোয়ার হোসেন মুঠোফোনে বলেন, কোভিড-১৯ করোনার কারণে কাজের গতি কম। ১২ বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের মধ্যে ৫ টির কাজ  ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ শিগগিরই শেষ করা হবে। 

আরও পড়ুনঃ  বৃষ্টিতে পন্ড জমজমাট মেলা

বিশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত জানান, আমার ইউনিয়নে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার এর সংযোগ সড়ক ও কালভার্টগুলোর নির্মাণের কাজ গত পাঁচ বছরেও শেষ না করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার বার তাগিদ দিয়েও কোনো সুরাহা হয়নি। এ ব্যপারে বানারীপাড়া উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান নাভানা কন্সট্রাকশনের অর্থিক অসচ্ছ্বলতার কারণে এ প্রকল্পটির কার্যাদেশ বাতিলের প্রক্রিয়া চলছে।

এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক বলেন, ফান্ড না থাকা ও মহামারী করোনার কারণে সঠিক সময়ে ঠিকাদারী প্রতিষ্ঠান নাভানা কন্সস্ট্রাকশন প্রকল্পের কাজগুলো সম্পন্ন করতে পারেনি। তাদের সঙ্গে কথা হয়েছে শিগগিরই পুনরায় কাজ শুরু করা হবে।

সংবাদটি শেয়ার করুন