হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন গীতিকার ও সুরকার এফ এইচ সরকার স্বপ্নীল। গতকাল শনিবার রাত ১১টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মৃত্যু হয় তার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৩ বছর।
স্বপ্নীলের ভাগ্নে সাব্বির আহমেদ গণমাধ্যমকে স্বপ্নীলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সাব্বির আহমেদ জানান, শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ বোধ করেন স্বপ্নীল। এর পর প্রথমে তাকে ইসলামিয়া হাসপাতাল, এরপরে হলি ফ্যামিলি এবং জাতীয় হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। সবশেষ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে স্যালাইন ও ইনজেকশন দেন। তবে এর কিছুক্ষণ পর রাত ১১টার দিকে মারা যান তিনি।
গানে প্রায় দুই দশকের ক্যারিয়ার স্বপ্নীলের। স্বপ্নীলের গ্রামের বাড়ি কুমিল্লায় হলেও তিনি বেড়ে উঠেছেন চট্টগ্রামে। গানের টানে ১৯৮৮-৮৯ সালের দিকে ঢাকায় আসেন তিনি।
স্বপ্নীলের লেখা উল্লেখযোগ্য গানগুলো হলো, আয় প্রাণের উৎসবে, রোদেলা দুপুরে, জল ছায়া, এখনই বিদায় বলো না, মাঝি রে প্রভৃতি।
আনন্দবাজার/ টি এস পি