ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকারি বিদ্যুৎ প্রতি ইউনিট ১ টাকা ১১ পয়সা হবে : পিডিবি

পাইকারি বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ১ টাকা ১১ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০ টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত প্রথম দিনের গণশুনানিতে এ প্রস্তাব দেয়া হয়।

পিডিবি জানায়, গ্যাসের দাম বাড়ানোর কারণেই বেড়েছে বিদ্যুতের উৎপাদন খরচ। আমদানিকৃত এলএনজি গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ফলে ৪১ শতাংশ খরচ বেড়েছে। তাই পাইকারি পর্যায়ে দর সমন্বয়ের জন্যই বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব দেয়া হয়েছে।

বর্তমান দামে বিদ্যুৎ বিক্রি করলে ৯ হাজার ৫৫২ কোটি টাকা ক্ষতি হবে। তাই প্রতি ইউনিট ১ দশমিক ১১ টাকা বাড়িয়ে ৫ দশমিক ৮৮ করা হবে। বর্তমানে প্রতি ইউনিট পাইকারি বিদ্যুতের দাম ৪ দশমিক ৭৭ টাকা।

এছাড়াও আগামী রোববার (১ ডিসেম্বর) থেকে টানা তিনদিন চলবে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি। তবে প্রথম দিনের গণশুনানিতেই মূল্যবৃদ্ধি প্রস্তাবের প্রবল বিরোধিতা করে ভোক্তা, রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা।

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেল আলাল জানিয়েছেন, গ্যাসের দাম বাড়ানোর সময় বলা হয়েছিলো, এতে বিদ্যুতের দামে কোনো প্রভাব পড়বে না। কিন্তু এখন ভিন্ন কথা বলে জনগনের সাথে প্রতারণা করা হচ্ছে।

সাধারণ ভোক্তা ও বিশেষজ্ঞরা জানান, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেয়ার জন্যই বিদ্যুতের দাম বাড়ানোর কাজ শুরু হয়েছে।

 

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন