করোনাভাইরাসের ওমিক্রন ধরন নিয়ে আশার বাণী শুনিয়েছেন এক ভারতীয় বিজ্ঞানী। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের সায়েন্টিফিক এ্যাডভাইজরি কমিটি অব দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব এপিডেমিওলজির চেয়ারপারসন জয়প্রকাশ মুলিয়িল জানিয়েছেন, কারও একবার ওমিক্রন হলে, তার শরীরে এ্যান্টিবডি থেকে যেতে পারে সারাজীবন। অর্থাৎ কোন ব্যক্তি একবার ওমিক্রণ আক্রান্ত হলে তার আর করোনা হওয়ার আশঙ্কা থাকে না।
তিনি মনে করেন, এ কারণেই অন্য দেশের মতো করোনা ভারতের ওপর তেমন মারাত্মক প্রভাব ফেলতে পারেনি। কারণ ভ্যাকসিন আসার আগেই দেশের ৮৫ শতাংশ মানুষের করোনা হয়ে গিয়েছিল। তাই তাদের শরীরে প্রাকৃতিক উপায়েই রোগ প্রতিরোধ শক্তি তৈরি হয়েছে।
জয়প্রকাশ মুলিয়িল জানান, টিকার প্রথম যে ডোজটি দেয়া হয়েছিল, সেটিই আসলে এসব মানুষের জন্য ছিল বুস্টার ডোজ। কারণ এর আগে থেকেই সেসব মানুষের শরীরে করোনার সঙ্গে লড়াই করার ক্ষমতা ছিল।
এক সাক্ষাতকারে এই বিজ্ঞানী বলেন, ওমিক্রন অতিদ্রুত বাড়ছে। একে আটকানোর উপায় নেই। সকলেরই ওমিক্রন হবে। বুস্টার ডোজ দিয়েও একে আটকানো যাবে না। তবে তার মতে, ওমিক্রনের শক্তি ডেল্টার তুলনায় অনেকটাই কমে এসেছে। এখন করোনা নিয়ে আর বিশেষ ভয় পাওয়ার কিছু নেই। সাধারণ ঠাণ্ডা লাগার মতো করেই করোনা থেকে যাবে। যাদের শরীরে এই জীবাণুটি সংক্রমণ ঘটাবে, তাদের অনেকে জানতেও পারবে না।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়েছে ৩১ কোটি ৪৩ লাখ ৬৬ হাজার ৬১২ জন। এবং এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৫ লাখ ২৩ হাজার ৭২৮ জনের। এছাড়া সুস্থ হয়েছেন ২৬ কোটি ১৮ লাখ ৭০ হাজার ৬৯৮ জন।
আনন্দবাজার/ টি এস পি