ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঁশখালীতে ভিড় জমাচ্ছে টমেটো ক্রেতারা

বাঁশখালীতে শীতের সবজি বাজারে আসায় ক্রেতাদের নানা ধরনের সবজি কেনার সুযোগ থাকলেও দাম নিয়ে অস্বস্তি বিরাজ করছেন। প্রতিদিন সকালে শীলকুপ টাইম বাজার ও চাম্বল বাজারে সাধারণত টমেটোর বাজার বসে। বিভিন্ন স্থান থেকে টমেটো ক্রেতারা এসে এখানে ভিড় জমায়, বিশেষ করে টাইম বাজারে ক্রেতা–বিক্রেতার এ দৃশ্য বেশি দেখা যায়।

বাঁশখালী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর বাঁশখালীর সরল, গন্ডামারা, বৈলছড়ি, চাম্বল, পুইছড়ি ও শীলকুপে মোট ২০০ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। তাই এখন বাজারে প্রচুর পরিমাণ টমেটো পাওয়া যাওয়ার পাশাপাশি এর দাম কমতে শুরু করেছে। শুরুতে টমেটো ১০০/১২০ টাকা দামে বিক্রি হলেও বর্তমানে তা ৭০/৮০ টাকা দামে বিক্রি হচ্ছে। তবে এ দাম অল্প কিছুদিনের মধ্যে আরো কমে আসতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

কৃষক আবুল কালাম জানান, আগে ভাগে ধান চাষ না করে টমেটো চাষ করে সামান্য পরিমাণ যে দাম পেয়েছি অল্প কিছুদিন পর তা আবার কমে যাবে। আবার আমাদের থেকে কম দামে নিয়ে খুচরা বিক্রেতারা বেশি দামে বিক্রি করে।

উপজেলা কৃষি অফিস সূত্রে আরও জানা যায়, বাঁশখালীতে এ বছর দেড় হাজার হেক্টর জমিতে শীত কালীন সবজি চাষ হচ্ছে। তার মধ্যে ২০ হেক্টর জমিতে বাঁধা কপি, ২০০ হেক্টর জমিতে বেগুন, যা শীলকুপ, সাধনপুর, সরল, বৈলছড়ি, চাম্বল, পুঁইছড়িতে বেশি উৎপাদন হয়।

২০ হেক্টর জমিতে ফুলকপি, ১১৫ হেক্টর জমিতে মুলা, ৫০ হেক্টর জমিতে মুলা শাক, ৫০ হেক্টর জমিতে লাল শাক, ১৫০ হেক্টর জমিতে বরবটি, ২৫০ হেক্টর জমিতে দেশী শিম, ১২০ হেক্টর জমিতে লাউ, ৫০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন