ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩। ভূমিকম্প থেকে সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ আরও জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে মাউমেরে শহর থেকে ১শ কিলোমিটার উত্তরে আঘাত হানে। ফ্লোরস সি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার (১১ মাইল)।
ভূমিকম্প থেকে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের এক হাজার কিলোমিটার এলাকার মধ্যে অবস্থিত উপকূলে সুনামি আঘাত হানতে পারে। কিন্তু মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, এই ভূমিকম্প থেকে ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা কম।
প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে ও আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।
এর আগে ২০০৪ সালে দেশটির সুমাত্রা দ্বীপে ৯ দশমিক ১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি আছড়ে পড়ে। এই ঘটনায় ওই অঞ্চলে ২ লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারায়।
এরপর ২০১৮ সালে লম্বোক দ্বীপে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কয়েক সপ্তাহ পর পর্যন্ত বেশ কয়েকবার আরও কয়েকটি ভূমিকম্প আঘাত হানে। এতে ওই দ্বীপ ও প্রতিবেশী সামবাওয়ায় ৫৫০ জনের বেশি মানুষ প্রাণ হারায়।
ওই বছরই সুলায়েশি দ্বীপের পালু এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প এবং তারপর সুনামি আঘাত হানে। এতে নিহত বা নিখোঁজ হয় ৪ হাজার ৩শ জনের বেশি মানুষ।
আনন্দবাজার/ টি এস পি