তৈরি পোশাক খাতে রফতানি আয় বাড়লেও মুখ থুবড়ে পড়েছে পাটজাত পণ্য, বিল্ডিং ম্যাটেরিয়ালসসহ একাধিক পণ্য। সদ্য শেষ হওয়া নভেম্বর মাসে ৪০৪ কোটি ১৩ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪৭ কোটি ডলার বেশি।
নভেম্বরে রফতানি লক্ষ্যমাত্রা ছিল ৩৫৭ কোটি ৫০ লাখ ডলার। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে নভেম্বরে রফতানি আয় ১৩ দশমিক ৪ শতাংশ বেশি হয়েছে। এছাড়া গত অর্থবছরের চেয়েও এবার নভেম্বরে রফতানি আয় বেড়েছে।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ওই প্রতিবেদনের তথ্যানুযায়ী- তৈরি পোশাক, ফার্নিচার, সিরামিক, গ্লাস প্রোডাক্ট রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে। তবে মুখ থুবড়ে পড়েছে পাটজাত পণ্য, বিল্ডিং ম্যাটেরিয়ালসসহ একাধিক পণ্য।
ইপিবির প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, ২০২১-২২ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) রফতানি থেকে আয় হয়েছে এক হাজার ৯৭৯ কোটি ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ দশমিক ২৭ শতাংশ বেশি। গত বছরের একই সময়ের (জুলাই-নভেম্বর) তুলনায় ২৪ দশমিক ২৯ শতাংশ বেশি।
চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ৭৪৭ কোটি ২০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে (জুলাই-নভেম্বর) আয় ছিল এক হাজার ৫৯২ কোটি ৩৫ লাখ ডলার।
জুলাই-নভেম্বর এ পাঁচ মাসে প্লাস্টিক পণ্যের রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ২৯ দশমিক ৮ শতাংশ, কৃষিজাত পণ্যে ২৪ দশমিক ৩৭ শতাংশ, চামড়াজাত পণ্যে ২৭ দশমিক ৪১ শতাংশ ও ফার্নিচারে ৩২ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
অন্যদিকে গত বছরের প্রথম পাঁচ মাসের তুলনায় চলতি বছরের প্রথম পাঁচ মাসে পাটজাত পণ্যে ১৭ দশমিক ৪৫ শতাংশ, বিল্ডিং ম্যাটেরিয়ালসে ৮৬ দশমিক ৬৭ শতাংশ রফতানি কমেছে।
আনন্দবাজার/এম.আর