ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় বেগুন চাষে ব্যপকভাবে লাভবান কৃষকরা

বেগুন চাষে ভাগ্য বদলে গিয়েছে অনেক কৃষকের। শুরু থেকেই ফলনও ভালো হয়েছে এবং উৎপাদিত বেগুনের দামও ভাল পাচ্ছেন চাষিরা। তাই ভোর থেকে শুরু করে বিকেল পর্যন্ত কোদাল, পাচুনসহ আনুষঙ্গিক কৃষি সামগ্রী নিয়ে সবজির ক্ষেত পরিচর্যায় ব্যস্ত থাকেন কৃষকরা, কৃষকদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা যায়।

দুর্গাপুর গ্রামের বাসিন্দা কৃষক বুলু মিয়া জানান, বসতভিটা ছাড়া নিজের বলতে রয়েছে শুধু এ দেড় বিঘা ফসলি জমি। বরাবরের ধারাবাহিকতায় এবারো দেড় বিঘা জমিতে বেগুন লাগিয়েছেন তিনি।

এ বছর তার জমি আবাদের উপযোগী করতে হালচাষ, বীজ, কিটনাশকসহ সবমিলে ব্যয় হয়েছে প্রায় ২৪ হাজার টাকার মতো। তবে ইতোমধ্যেই তিনি কয়েক দফায় ৩৭ হাজার টাকার অধিক বেগুন বিক্রি করেছেন।

তিনি আরও বলেন, ক্ষেতের বেগুন উঠানোর শুরুর দিকে পাইকারি বাজারে প্রতিকেজি ৪০-৪৫ টাকা দরে বিক্রি করেছেন। বর্তমানে একই বেগুন ২৫-৩৫ টাকা কেজি দরে পাইকারি বিক্রি করছেন। এতে বেগুন চাষিরা এবার প্রচুর লাভবান হচ্ছেন।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা আব্দুর রহিম জানান, শীতকালীন সবজি হিসেবে এ জেলায় বিপুল পরিমাণ জমিতে বাধাকপি, ফুলকপি, মুলা, টমেটো, বরবটিসহ অন্য সবজি চাষ করা হয়েছে। তবে এরমধ্যে বেগুন ও মরিচের চাষ বেশি করা হয়েছে। এ দু’টো সবজির দাম কৃষকরা ভালো পাচ্ছেন।

বেগুন ও মরিচ চাষে ব্যপকভাবে লাভবান হচ্ছেন চাষিরা।

আনন্দবাজার/একে

সংবাদটি শেয়ার করুন