ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিক্রয় চাপে বেড়েছে লেনদেন, সূচকে পতন

সূচকে পতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক (ডিএসইএক্স ও সিএএসপিআই) গত রোববার পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিক শেয়ার বিক্রয়ের চাপে টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে এদিন দুই স্টকের লেনদেন বেড়েছে। গত রোববার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল রবিবারে বিক্রয় চাাপে লেনদেন বেড়েছে জানিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্টরা জানান, আজ (গতকাল) ডিএসইর সবগুলো সূচক পতন ছিল। অপরদিক সিএসইর প্রধান সূচকসহ দুই ধরনের সূচকে পতন ছিল। সিএসইর বাকী তিন ধরনের সূচক পতন দেখা যায়। এধরনের পতন পরও লেনদেন বেড়েছে। কারণ রবিবার শেয়ার বিক্রয়ের চাপ ছিল। তাই বিক্রয়ের চাপে লেনদেন বেড়েছে। অন্যদিক বিক্রয় চাপে কারনে অধিকাংশ সূচক পতন হয়। এ ধরনের পতন স্বাভাবিক হিসেবেই দেখছেন তারা।

ডিএসইতে গত রবিবার লেনদেন হয়েছে এক হাজার ৭৮৬ কোটি ২৭ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ৪৬১ কোটি ৩ লাখ টাকা। গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১১৪টির, কমেছে ২৩০টির এবং পরিবর্তন হয়নি ১৫টির দর।

রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৮৫ দশমিক ৬৭ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১১ দশমিক ১০ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ দশমিক শূন্য ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ৬৮৩ দশমিক ৮৪ পয়েন্টে ও ১ হাজার ৪৭৫ দশমিক ২৭ পয়েন্টে।

টাকার অংকে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, আইএফআইসি, ওয়ার ব্যাংক, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, জেনেক্স ইনফোসিস।

অপর পুঁজিবাজার সিএসইতে গত রোববার লেনদেনের পরিমাণ ৭১ কোটি ৮৫ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৭৮টির কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৭৫টির এবং পরিবর্তন হয়নি ৮টির কোম্পানির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩ দশমিক ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৭১৯ দশমিক ৩০ পয়েন্টে। সিএসআই সূচক ১১ দশমিক ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৮ দশমিক ২১ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৭ দশমিক ৫০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৬৮ দশমিক ৩৯ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৫৮৪ দশমিক ১৫ পয়েন্টে, ১৪ হাজার ৬১৪ দশমিক ৩৯ পয়েন্টে ও ১২ হাজার ৪৬১ দশমিক ৩০ পয়েন্টে।

আনন্দবাজার/এজে

সংবাদটি শেয়ার করুন