ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদিতে নাগরিকত্ব পেতে মানতে হবে যেসব শর্ত

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বিদেশিদের নাগরিকত্ব দেবে। বৃহস্পতিবার এক রাজকীয় ফরমানে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এ অনুমোদন দিয়েছেন।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী বিদেশিদের নাগরিকত্ব দেবে সৌদি আরব। এই নাগরিকত্ব দেওয়া হবে আইন, চিকিৎসা, বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলা ও প্রযুক্তিবিদ্যায় বিশেষ দক্ষতাসম্পন্ন ও মেধাবীদের। এছাড়া দক্ষ ও চৌকস পেশাজীবীদের আকৃষ্ট করতে পেশাজীবীদের নাগরিকত্ব দেবে দেশটি।

শর্তে উল্লেখ করা হয়েছে, মা-বাবা উভয়েই যদি সৌদির নাগরিক হন তবে তাদের শিশু সৌদি বা বাইরের কোন দেশে জন্ম নিলে সে সৌদি নাগরিকত্ব পাবে।

সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষের আশা নাগরিকত্ব পাওয়া দক্ষ পেশার মানুষজন সৌদি আরবের বিভিন্ন উন্নয়নে অবদান রাখবেন। তবে সীমিত সংখ্যক পেশাজীবীদের এই সুযোগ দেওয়া হবে।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন